Home সারাদেশএনসিপি নেত্রী শামীমা সুলতানার পদত্যাগ

এনসিপি নেত্রী শামীমা সুলতানার পদত্যাগ

by The Desh Bangla
০ comments

রাজশাহী, ১৬ সেপ্টেম্বর— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা বলেন, “আমি সবসময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু দলের ভেতরে আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে, তা আমার নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস হারানোর আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”

তবে এ সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয় বলেও উল্লেখ করেন মায়া। তিনি বলেন, “এই সিদ্ধান্ত কারও প্রতি আঘাত হানার উদ্দেশ্যে নয়। আমি আমার বিবেক ও আত্মমর্যাদার জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাব।”

শামীমা সুলতানা অভিযোগ করে জানান, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেন্দ্র থেকে কোনো সুরাহা বা পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আমাদের হাতে এসেছে। যাচাই-বাছাই করে আমরা সত্যতা পেয়েছি। তাই বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি।”

You may also like

Leave a Comment