Home সারাদেশউজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

by Akash
০ comments

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নিলীমা আফরোজ।

প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্টের সুবিধাগুলো তুলে ধরেন এবং এ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশে বসবাসরত বাংলাদেশিরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।

বিশেষ অতিথি নিলীমা আফরোজ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও অর্থবহ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ই-পাসপোর্ট উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এবং কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সরকারের প্রবাসীবান্ধব নীতি তুলে ধরে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসীদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।

You may also like

Leave a Comment