Home সারাদেশইসি’র সংলাপ শুরু, প্রথম দিনে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের অংশগ্রহণ

ইসি’র সংলাপ শুরু, প্রথম দিনে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের অংশগ্রহণ

by Akash
০ comments

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মতামত গ্রহণ করা হবে।

সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরে শিক্ষাবিদদের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই সংলাপে সভাপতিত্ব করবেন।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এই সংলাপ নির্বাচন কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দল, নারী নেতৃবৃন্দ, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে। এক থেকে দেড় মাসের মধ্যে সব সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, এসব সংলাপের মূল উদ্দেশ্য হলো জনসম্পৃক্ততা ও অংশীদারিত্বমূলক নির্বাচন নিশ্চিত করা। সংলাপে পাওয়া সুপারিশ ও মতামতগুলো পরবর্তী নির্বাচনী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

You may also like

Leave a Comment