২
ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতাদের সংবাদ সম্মেলন আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবেই একসঙ্গে থাকব বলে প্রত্যাশা। রাত ৮টায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।’
মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব।’
