ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ করার বিষয়ে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে।’
কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এদিকে ট্রাম্পের দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এ ধরনের দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।
তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।
অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।
এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে আছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সর্বশেষ, ট্রাম্পের এই দাবি কথা প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার।
