Home আন্তর্জাতিকইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি

ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি

by Akash
০ comments

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ গ্রহণ করেছে দেশটির সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাবা’র খবরে বলা হয়, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইয়েমেন।

রয়টার্স বলছে, গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সৌদি সীমান্তের কাছাকাছি পর্যন্ত অগ্রসর হয়, যা রিয়াদ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। পরে সৌদি-সমর্থিত যোদ্ধারা ওই এলাকাগুলোর অধিকাংশই পুনর্দখল করে। 

মূলত ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদনসহ নানা ইস্যুতে তীব্র মতপার্থক্যও এই দুই উপসাগরীয় শক্তির মধ্যে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করা একটি জোটে একসঙ্গে কাজ করেছিল। সেই যুদ্ধের ফলেই ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পতিত হয়।

You may also like

Leave a Comment