Home Uncategorizedআরব আমিরাতে আটক অবশিষ্ট ২৪ বাংলাদেশি প্রবাসী অচিরেই মুক্তি পাচ্ছেন: উপদেষ্টা আসিফ নজরুল

আরব আমিরাতে আটক অবশিষ্ট ২৪ বাংলাদেশি প্রবাসী অচিরেই মুক্তি পাচ্ছেন: উপদেষ্টা আসিফ নজরুল

by Akash
০ comments

আরব আমিরাতে গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অব্যাহত প্রচেষ্টায় এই সফলতা এসেছে। পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে, গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধে আমিরাত সরকার প্রথম পর্যায়ে বন্দী ১৮৮ জন বাংলাদেশি প্রবাসীকে মুক্তি দেয়, যাদের বেশিরভাগই দেশে ফিরে এসেছেন।

আরব আমিরাতের বিক্ষোভ-সংক্রান্ত মামলায় প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলে সাজা মওকুফের অনুরোধ জানান।

এই অনুরোধের পর আমিরাত সরকার ইতিবাচক সাড়া দেয় এবং গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বন্দীদের দেশে ফেরা শুরু হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই অবশিষ্ট ২৪ জনও মুক্তি পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

You may also like

Leave a Comment