Home রাজনীতিআচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রেজা কিবরিয়াকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রেজা কিবরিয়াকে শোকজ

by The Desh Bangla
০ comments

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রেজা কিবরিয়াকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জেলার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল আদালতের বিচারক সায়দুর রহমান সোমবার (৫ জানুয়ারি) এ নোটিশ প্রদান করেন। বুধবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৪ জানুয়ারীর মধ্যে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে কমিটির অস্থায়ী কার্যালয়ে রেজা কিবরিয়াকে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ও ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকসহ উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।   

You may also like

Leave a Comment