Home বিনোদনঅস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’

by Akash
০ comments

নবাগতা আনান সিদ্দিকা অভিনীত এবং লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ ছবিটি এবার অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাঁচ প্রতিযোগীকে পেছনে ফেলে ছবিটি এই সম্মান অর্জন করেছে বলে গতকাল ঘোষণা করা হয়।

‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটির গল্প একজন নারী, দীপার, বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত হয়েছে। কৈশোরেই বিয়ে হয়ে যাওয়া দীপা স্বামীর নির্যাতন থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচতে চায়। এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে লিখেছেন। ছবিটি ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ২০২৩ সালে জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছিল।

নির্মাতা লিসা গাজী বলেন, “নানা বাধা সত্ত্বেও যারা নিজেদের পথ নিজেরাই গড়ে তোলেন, সেই নারীদের গল্পগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে। এই গল্প অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে।”

ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটি তারও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি বলেন, “আমার প্রথম চলচ্চিত্র অস্কারে জমা পড়বে, এ অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। এত ভালো চলচ্চিত্রের মধ্য থেকে আমাদের বাছাই করা হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।”

বাংলাদেশ থেকে অস্কারে ছবি পাঠানোর দায়িত্বে থাকা ‘অস্কার বাংলাদেশ কমিটি’র সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমরা সবচেয়ে ভালো সিনেমাটি মনোনীত করার চেষ্টা করেছি। গত কয়েক দিন ধরে চলচ্চিত্রগুলো নিয়ে অনেক তর্কবিতর্ক হয়েছে, অবশেষে আমরা ‘বাড়ির নাম শাহানা’কে বাছাই করেছি।”

You may also like

Leave a Comment