Home বিনোদনঅপূর্বর নামে মিথ্যা প্রচারণা, সতর্ক করলেন অভিনেতা

অপূর্বর নামে মিথ্যা প্রচারণা, সতর্ক করলেন অভিনেতা

by Akash
০ comments

শিল্পীদের ছবি বা ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) যুগে এর প্রবণতা বেড়েছে কয়েক গুণ। গেল আগস্টে এমন সমস্যার মুখোমুখি হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিব্রতকর এই পরিস্থিতির রেশ কাটতে না কাটতে আবার একই ঘটনা ঘটল।

অপূর্বর ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন এ তারকা। গত ক’দিন ধরে ‘দৈনিক প্রতিবেদন’সহ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা নজরে এসেছে অপূর্বর।

ফলে এ ব্যাপারে সতর্ক করেছেন অভিনেতা। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করেন তিনি।

অপূর্বর শেয়ার করা ভুয়া ফটোকার্ডগুলোর একটিতে লেখা আছে, ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে, সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’ আবার অন্য একটি ফটোকার্ডে লেখা, ‘কোথাও স্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?’

এসব ফটোকার্ডের বক্তব্যগুলো তার নয় বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেতা। আর এ ধরনের ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে গত আগস্টে প্রায় সাত মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে একমাত্র সন্তানকে সারপ্রাইজ দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে বাবা-ছেলের স্নেহ-ভালোবাসার মুহূর্ত ফুটে উঠে। কিন্তু সেটিকে কেন্দ্র করে কিছু মানুষ মিথ্যা ও নোংরা চর্চা শুরু করেন। তখনও ভুয়া তথ্য ছড়িয়েছিল। আর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছিলেন অপূর্ব।

You may also like

Leave a Comment